ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে নারীর দেহে ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২৮ জুলাই ২০২১  
চট্টগ্রামে নারীর দেহে ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত বয়োবৃদ্ধ এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

তবে করোনা থেকে সেরে ওঠার পর নানা উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন কি-না সেই ব্যাপারে নিশ্চিত হতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়কারী ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকে এই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়। সম্প্রতি তার করোনা নেগেটিভ ফলাফল আসার পর শরীরে নানা উপসর্গ দেখা দেয়। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখতে পান। 

ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, বুধবার (২৮ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড গঠন করেছে এবং প্রয়োজনীয় ল্যাব টেস্টের উদ্যোগ নিয়েছে। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়