ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেলেদের অধিকার নিশ্চিত বিষয়ক মতবিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২১  
জেলেদের অধিকার নিশ্চিত বিষয়ক মতবিনিময়

লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে জেলেদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক সংগঠন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জেলেদের অধিকার আদায়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

কোডেক জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এনজিওটির প্রকল্প সমন্বয়কারী মোর্শেদা বেগম, মনিটরিং অফিসার দেব দুলাল হাওলাদার, ফিল্ড অফিসার মো: হানিফ, জেলে প্রতিনিধি সোহরাব মাঝিসহ প্রমুখ।

সভায় নদীতে নানা সমস্যার কথা তুলে ধরে জেলেরা জানান, মা ইলিশ রক্ষা ও ঝাটকা সংরক্ষণ সপ্তাহে সরকারের নিষেধাজ্ঞা সময় জেলেদের জন্য খাদ্য সহায়তার নামে যে চাল দেওয়া হয়, তা দিয়ে পরিবার নিয়ে বেঁচে থাকা সম্ভব না। তাদের দাবি, খাদ্য সহায়তা না দিয়ে তাদের ঋণের ব্যবস্থা করলে জেলেরা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবেন।

লিটন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়