ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লক্ষ্মীপুর পৌরসভায় মনোনয়ন দৌড়ে আ’লীগের ১২ নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২১ অক্টোবর ২০২১  
লক্ষ্মীপুর পৌরসভায় মনোনয়ন দৌড়ে আ’লীগের ১২ নেতা

লক্ষ্মীপুর পৌর নির্বাচনে মনোনয়ন দৌড়ে থাকা ১২ জনের ৮ জন

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন লাভের প্রতিযোগিতায় রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের ১২ জন নেতা।  এই পৌরসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর। 

গত ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গত ১৬ অক্টোবর মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ১২ জন। 
আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ পৌরসভার মনোনয়ন পেতে যে ১২ নেতা দৌড়ঝাপ করছেন, তারা হলেন- বর্তমান পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম বদরুল আলম শাম্মী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুনুর রশিদ।

গতকাল (বুধবার) বেলা ১২টার পর থেকে নেতাকর্মীদের বহর নিয়ে একে একে মেয়র পদে ফরম জমা দিতে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। এদিন নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে মনোনয়ন জমা দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম শাম্মী।

১ সেপ্টেম্বর ১৯৭৬ সালে লক্ষ্মীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি ‘ক’ শ্রেণিভূক্ত।

লিটন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়