ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লার পূজামণ্ডপে সহিংসতায় আহত দিলীপের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২২ অক্টোবর ২০২১  
কুমিল্লার পূজামণ্ডপে সহিংসতায় আহত দিলীপের মৃত্যু

দিলীপ দাস

কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার জেরে ঘটে যাওয়া সহিংসতায় আহত দিলীপ দাস (৬২) মারা গেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১২টার দিকে মৃত‌্যু হয় তার। 

দিলীপ দাসের বাসা কুমিল্লা নগরীর কোতোয়ালি থানার সামনে। তিনি লন্ড্রির কাজ করতেন।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, ‘কুমিল্লার সহিংসতায় আহত দিলীপ দাসকে গত ১৩ অক্টোবর রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে ১৫ অক্টোবর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা যান তিনি। দিলীপের মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ কুমিল্লায় পাঠানো হবে।

উল্লেখ্য, দুর্গাপূজায় সারাদেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে।

আবদুর রহমান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়