ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুকুরপাড়ে মিললো মুক্তিযুদ্ধকালের হ্যান্ড গ্রেনেড

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৩ অক্টোবর ২০২১  
পুকুরপাড়ে মিললো মুক্তিযুদ্ধকালের হ্যান্ড গ্রেনেড

কুমিল্লার চৌদ্দগ্রামে ৯৯৯-এ ফোন পেয়ে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বসন্তপুর গ্রামের রমিজ উদ্দিনের বাড়ির সামনের পুকুরপাড়ে মোহন মিয়া নামে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে একটি গ্রেনেড দেখতে পান। পরে তাৎক্ষণিক রমিজ উদ্দিনের ছেলে শহিদকে বিষয়টি জানান। পরে শহিদ ৯৯৯-এ ফোন করলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।  গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময় অব্যবহৃত থেকে যায় বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর বোমারু বিশেষজ্ঞদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন তিনি।

রহমান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়