ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাঁদপুরের রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসবে সনাতনী ভক্তের ভিড়

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২ জানুয়ারি ২০২২  
চাঁদপুরের রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসবে সনাতনী ভক্তের ভিড়

চাঁদপুরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে চলছে ৩ দিনব্যাপী কল্পতরু উৎসব। শিশুদের ভক্তিমূলক সঙ্গীত, আবৃত্তি ও বাণী প্রতিযোগিতা এবং অতিথিদের আলোচনা পর্বসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হচ্ছে। 

রোববার (২ জানুয়ারি) সকালে এ উপলক্ষে রামকৃষ্ণ আশ্রমে ছিলো বিপুল সংখ্যক সনাতনী ভক্তের উপস্থিতি। 

এ উৎসব প্রসঙ্গে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ বলেন, আশির্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কেননা ঈশ্বর কল্পতরু। তার কাছে যে যা চাইবে তাই পাবে। তবে একটি কথা আছে। তিনি ভাবগ্রাহী। যে যা মনে করে সাধনা করে তার সেইরূপই হয়। যেমন ভাব তেমন লাভ। এটিকে সামনে রেখেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শুভ কল্পতরু ও বার্ষিক উৎসব করা হচ্ছে।

স্বামী স্থিরাত্মানন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমরা পহেলা জানুয়ারি থেকে কল্পতরু উৎসব এবং বার্ষিক উৎসব শুরু করেছি। উৎসবে বিভিন্ন স্থানের রামকৃষ্ণ মিশনের প্রধানগণসহ সনাতনী ভক্তবৃন্দ ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসছেন। আমরা উৎসবকে ঘিরে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা কার্যক্রম করছি। প্রতিদিন আশ্রমে আগতদের জন্য দুপুরের খাবারের উদ্যোগও বাস্তবায়ন করছি।

অমরেশ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়