ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরিশালের পথে সুরভী-৯ লঞ্চ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ৯ জানুয়ারি ২০২২  
বরিশালের পথে সুরভী-৯ লঞ্চ

লঞ্চ এমভি সুরভী-৯ চাঁদপুর লঞ্চঘাট থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে গেছে।

রোববার (৯ জানুয়ারি) সকালে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা এ. কে. এম. কায়সারুল ইসলাম।

তিনি রাইজিংবিডিকে বলেন, শনিবার রাতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিনরুম থেকে ধোয়া বের হয়। এতে সেখানেই লঞ্চটির যাত্রা বিরতি দেওয়া হয়।  তবে কোনো হতাহত হয়নি।  কিছুক্ষণ পরে আগুন নিভিয়ে ফেলা হয়। এরপর লঞ্চটি ভোর রাত ৪টা পর্যন্ত মতলব উত্তরের মোহনপুরে নোঙ্গর করে রাখি।  পরে সেখান থেকে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসি। ভোর ৫টায় লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে গেছে।

চাঁদপুর মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওহিদুজ্জামান রাইজিংবিডিকে বলেন, যাত্রীবাহী এমভি সুরভী-৯ লঞ্চে শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় আগুন লাগে। তবে আগুন লঞ্চে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন লঞ্চের কর্মীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে ছিলো। 

/অমরেশ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়