ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

লক্ষ্মীপুরে পিআইবির প্রশিক্ষণ সনদ পেলেন ১০০ সাংবাদিক

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১৭ মে ২০২২  
লক্ষ্মীপুরে পিআইবির প্রশিক্ষণ সনদ পেলেন ১০০ সাংবাদিক

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা, শিশু ও নারী উন্নয়ন এবং বুনিয়াদি প্রশিক্ষণ শেষে শতাধিক সাংবাদিককে সনদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন অতিথিরা। 

পিআইবির আয়োজনে জেলা পরিষদ ও লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সপ্তাহব্যাপী জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এর মধ্যে মোবাইল সাংবাদিকতা ৩ দিন, শিশু ও নারী উন্নয়নে ২ দিন এবং ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেয় জেলার কর্মরত সাংবাদিকরা।

পিআইবির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। 

পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ। 

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চিন্তা চেতনার পরিবর্তন ঘটে। সাংবাদিকতার মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের মাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সংবাদ পরিবেশনে বিশেষ ভূমিকা রাখবে।

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়