ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে’ 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৫ মে ২০২২  
‘শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে’ 

শান্তিচুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য  সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং। 

বুধবার (২৫ মে) সকাল ১১টার দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও হস্তান্তরিত বিভাগ সমূহের কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনার কারণে আমাদের কাজ কিছুটা হলেও থমকে গিয়েছিল। কিন্তু এখন আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়ে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন।’  

তিনি আরো বলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি তারাও উদ্যোগ গ্রহণ করেছেন। আমরাও উদ্যোগ নিচ্ছি,  কোথায় কি সমস্যা আছে তা খতিয়ে দেখতে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগগুলোর নিয়ে সামনে মতবিনিময় সভার আয়োজন করবো এটাকে কিভাবে আরো গতিশীল করা যায়। সুতরাং শান্তিচুক্তি নিয়ে হতাশ বা সন্দেহ থাকার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন।’

বীর বাহাদুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর থেকে পার্বত্য এলাকার মানুষের প্রতি টান, ভালোবাসা ও মমতা রয়েছে। সেই সুবাদে তিনিই অনুভব করছেন এটি হলো দীর্ঘ দুই যুগের সমস্যা, এটি একটি রাজনৈতিক সমস্যা। আমাদের এটি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। শেখ হাসিনা বিশ্বকে প্রমাণ করেছেন হত্যার বিনিময়ে হত্যা নয়। গুলির বিনিময়ে গুলি নয়। আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করতে হয় ।’ 

বীর বাহাদুর উশেসিং বলেন, ১৯৯৭ সালের পর থেকে পার্বত্য এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট মসজিদ-মন্দিরসহ অনেক উন্নয়ন হয়েছে। রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিক্যাল কলেজ স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। ২০২২-২৩ অর্থ বছরে পার্বত্য এলাকার উন্নয়নের অধিকাংশ অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবো। আমরা এ সরকারের শেষ পর্যায়ে এসে পার্বত্য এলাকার মানুষকে দেখাতে চাই আমরা কি কাজ করেছি।

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, প্রবর্ত্তক চাকমা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা।

বিজয়/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়