ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১৯ জুন ২০২২  
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

রোববার (১৯ জুন) সকালে বাঘাইছড়ির কাচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বাঘাইছড়ি পৌরসভা এলাকা, সাজেকের বাঘাইহাট, আমতলী, রূপকারী ও বঙ্গলতলী ইউনিয়নের আশপাশের ১০টি এলাকা পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বাঘাইছড়ির বেশ কয়েকটি এলাকায় হাঁটুপানি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে বসবাসকারী স্থানীয়দের মাইকিং করে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুর্যোগ মোকাবিলায় উপজেলার ১৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে পৌরসভার ওয়ার্ড মাষ্টারপাড়া, পুরান মারিশ্যা, মধ্যমপাড়ার লোকজন আশ্রয় কেন্দ্রের আসতে শুরু করেছে। তাদের গবাদিপশু পাশের উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। 

বিজয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়