ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে চোর সন্দেহে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২ জুলাই ২০২২  
নোয়াখালীতে চোর সন্দেহে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চোর সন্দেহে আব্দুর রহিম (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রহিম কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪ নম্বর ডিপোর ২ নং ক্যাম্পের ৪ নং টাওয়ারের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সিএনজি স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম রাজা বলেন, ‘স্থানীয়রা তাকে চোর সন্দেহে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে জানায়, সে রোহিঙ্গা নাগরিক। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তার বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সুজন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়