ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আর্চারের বাউন্সারে রক্তাক্ত ক্যারি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্চারের বাউন্সারে রক্তাক্ত ক্যারি

ক্রীড়া ডেস্ক : স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হতে লড়ছে  অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বড় বিপদে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ব্যাটিং করার সময় ইংলিশ পেসার জোফরা আর্চারের বাউন্সারে রক্তাক্ত হয়েছেন অসি ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ক্রিস ওকস ও আর্চারদের আগুণে পেসে দলীয় ১৪ রানেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা। সেই বিপর্যয় সামাল দিতে গিয়ে উইকেটে নেমে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যারিকে।

ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে আর্চারের দুর্দান্ত এক বাউন্সার ক্যারির হেলমেট উড়িয়ে দেয়। ওই বাউন্সার ক্যারির থুতনিতে লাগলে সেখান থেকে গড়িয়ে রক্ত পড়া শুরু হয়। এরপর ড্রেসিংরুম থেকে ফিজিও এসে ব্যান্ডেজ বেধে দিলে রক্তক্ষরণ বন্ধ হয়। 

 

তবে ব্যান্ডেজ নিয়েও দমে যাননি ক্যারি। সতীর্থ স্টিভেন স্মিথের সঙ্গে জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি।


রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়