ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুপার ওভারে মারা গেছেন নিশামের শৈশবের কোচ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপার ওভারে মারা গেছেন নিশামের শৈশবের কোচ

ক্রীড়া ডেস্ক : নির্ধারিত ৫০ ওভারের পর সুপার ওভারও টাই হওয়ায় বিশ্বকাপ শিরোপা নিজেদের করতে পারেনি নিউজিল্যান্ড।  লর্ডসের ফাইনালে বাউন্ডারি সংখ্যা কম থাকায় শিরোপা হারানোর আগুণে পুড়তে হয়েছে তাদের। ওই ম্যাচে টানটান উত্তেজনার সুপার ওভারের সময় মারা গেছেন কিউই অলরাউন্ডার জিমি নিশামের শৈশবের কোচ।

বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান করেছিল। জবাবে নির্ধারিত ওভারে সবক’টি উইকেট হারিয়ে ইংল্যান্ডও করে ২৪১ রান। টাই ভাঙতে তাই ম্যাচ গড়ায় সুপার ওভারে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৫ রান করে। জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহও ১৫। সুভার ওভারে জেমি নিশাম ছক্কা হাঁকানোর পর উত্তেজয় মারা যান তার শৈশবের কোচ ডেভিড জেমস গর্ডন। তিনি অকল্যান্ড গ্রামার স্কুলের প্রাক্তন শিক্ষক ও নিশামের কোচ ছিলেন।

ফাইনাল ম্যাচের সুপার ওভারে গর্ডনের মারা যাওয়ার কথা জানিয়েছেন তার মেয়ে লিওনি। বাবার মারা যাওয়ার কথা জানিয়ে স্টাফ. কো. এনজেডকে লিওনি বলেন, ‘ফাইনাল ওভারের সময় একজন নার্স এসে বলেছিলেন তার নিশ্বাস পরিবর্তন হচ্ছে। জিমি নিশাম ছক্কা মারার পর মনে হয় নিশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। ক্রিকেটের প্রতি তার বিচিত্র রসবোধ ছিল এবং মনে হয় ওই সময়ের উত্তেজনা তিনি সহ্য করতে পারেননি।’

শৈশবের কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক টুইট বার্তায় নিশাম লেখেন, ‘ডেভ গর্ডন আমার হাই স্কুলের শিক্ষক, কোচ এবং বন্ধুর মতো ছিলেন। তার অধীনে খেলাটা দারুণ ছিল। আমি আশাবাদী আমাদের এমন পারফরম্যান্সে তিনি গর্বিত হবেন। সবকিছুর জন্য ধন্যবাদ।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়