RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০১ নভেম্বর ২০২০ ||  কার্তিক ১৭ ১৪২৭ ||  ১৩ রবিউল আউয়াল ১৪৪২

বিশ্বকাপ সেরা পাঁচে সাকিব-মুস্তাফিজের সঙ্গে যারা

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৪, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ সেরা পাঁচে সাকিব-মুস্তাফিজের সঙ্গে যারা

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটারদের জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে বড় এই ‘শো-পিস’ ইভেন্টে ভালো কিছু করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা থাকে সব ক্রিকেটারদেরই। সাথে ভক্ত সমর্থকদের প্রত্যাশা তো আছেই। প্রত্যাশার পাহাড় ঠেলে নিজের সেরা পারফরম্যান্স উপহার দিতে পারেন অনেকেই। প্রত্যাশার চাপ মেটাতে ব্যর্থদের সংখ্যাটাও নেহাতই কম হয় না। আবার অনেকে আছেন যারা সারা বছর আলোচনার বাইরে থেকেও বিশ্বকাপে এসে দ্যুতি ছড়ান। সব মিলিয়ে, এমনই অনিশ্চয়তা, এমনই সব চমকের এক মেগা ইভেন্ট ‘বিশ্বকাপ ক্রিকেট’। চলতি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ ও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপে শেষে চলুন দেখে নেয়া যাক ব্যাটে বলে প্রত্যাশানুযায়ী খেলে কারা আছেন রান ও উইকেট সংগ্রাহকের তালিকার সেরা পাঁচে।

সেরা পাঁচ রান সংগ্রাহক

ক্রম

নাম

ইনিংস

রান

গড়

শতক

অর্ধশতক

সর্বোচ্চ ইনিংস

রোহিত শর্মা

৬৪৮

৮১

১৪০

ডেভিড ওয়ার্নার

১০

৬৪৭

৭১

১৬৬

সাকিব আল হাসান

৬০৬

৮৬

১২৪

কেন উইলিয়ামসন

৫৭৮

৮২

১৪৮

জো রুট

১১

৫৫৬

৬১

১০৭

 

সেরা পাঁচ উইকেট সংগ্রাহক

ক্রম

নাম

ইনিংস

উইকেট

সেরা বোলিং ফিগার

মিচেল স্টার্ক

১০

২৭

২৬/৫

লকি ফার্গুসন

২১

৩৭/৪

জোফরা আর্চার

১১

২০

২৭/৩

মুস্তাফিজুর  রহমান

২০

৫৯/৫

জাসপ্রিত বুমরাহ

১৮

৫৫/৪

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়