ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এটা আইসিসি’র হাস্যকর নিয়ম : গম্ভীর

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এটা আইসিসি’র হাস্যকর নিয়ম : গম্ভীর

ক্রীড়া ডেস্ক : মূল ম্যাচের পর আলোচিত সুপার ওভারও শেষ হয় সমতায়। এমন ইনিংসের পর লর্ডসের ফাইনালে ইংল্যান্ডের শিরোপা নির্ধারণ হয় বাউন্ডারির হিসেবে। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এ নিয়মকে হাস্যকর বললেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটর গৌতম গম্ভীর।

ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে রোববার নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান করেছিল। জবাবে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ইংল্যান্ডও করে ২৪১ রান। তাই ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও টাই। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৫ রান করে। জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহও ১৫। মূল ইনিংস ও সুপার ওভারে খেলা টাই হওয়ার পরও সুপার ওভারের বিচিত্র নিয়মে স্বপ্নের শিরোপা হাতছাড়া হয়ে যায় কিউইদের। আইসিসি’র এ নিয়মকে হাস্যকর ও অদ্ভূত মনে হয়েছে গম্ভীরের কাছে।

 

ম্যাচ শেষে এক টুইট বার্তায় গম্ভীর লেখেন, ‘বিশ্বকাপ ২০১৯ এর ফাইনালে জয়ের অনুপাতটা বুঝতে পারছি না। একটা ফাইনালে শেষ পর্যন্ত জয়ী নির্ধারণ হলো একটি বাউন্ডারিতে! এটা আইসিসির কেমন একটি হাস্যকর নিয়ম। সেটা সমতায় শেষ হতে পারতো। আমি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড উভয় দলকে অভিনন্দন জানাতে চাই, তাদের এমন রুদ্ধশ্বাস ফাইনালের জন্য। দুদলই বিজয়ী।’

এমন পারফরম্যান্সের পর কোনো দলইকেই এক তরফা কৃতিত্ব দিচ্ছেন না কেউ। দু’দলইকেই শিরোপার দাবিদার মনে করে পাকিস্তানের শোয়েব আখতার লেখেন, ‘ওহ ঈশ্বর, এটা কেমন ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল! ভালো হতো যদি শিরোপাটা ভাগ করে নেওয়া হতো। ম্যাচ সমতা, সুপার ওভার সমতা, শুধু বাউন্ডারির জন্য ইংল্যান্ড শিরোপা পেল! লর্ডস এটা কী দেখাল!’

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়