ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনার কথা জানালেন তাপস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনার কথা জানালেন তাপস

ছবি : শাহীন ভূঁইয়া

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নের কাজে হাত দিতে চান বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

সোমবার রাজধানীর মানিকনগর বাসস্ট্যান্ড থেকে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করার আগে এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘নির্বাচিত হতে পারলে ৯০ দিনের মধ্যে ঢাকাবাসীর সকল মৌলিক সুবিধাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করাই লক্ষ্য।’

“আমরা যে উন্নত ঢাকার গড়তে ত্রিশ বছরের মহাপরিকল্পনা নিচ্ছি। সেটার আওতায় আমাদের জলাবদ্ধতা নিরসন করে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ করবো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় কাজ করার পর অন্তত তিন বছর অন্য কোনো সংস্থাকে সেই এলাকায় কাজ করতে দেয়া হবে না। কাজ করতে দিলে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়, সেই দুর্ভোগ থেকে ঢাকাবাসী পরিত্রাণ পাবে।”

আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নেয়া পরিকল্পনা নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে উল্লেখ করে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘গণসংযোগে ঢাকাবাসীর থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ঢাকাবাসী সাদরে আমাদের পরিকল্পনা গ্রহণ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।’

তিনি আরো বলেন, ‘উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি নব সূচনা রচিত হচ্ছে। আমরা আগামী পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হতে পারলে ঢাকাবাসীর সেবক হিসেবে উন্নত ঢাকা গড়ে তুলব।’

মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল বাতেন বাচ্চু (রেডিও মার্কা) এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মাকসুদাকে (আনারস মার্কা) পরিচয় করিয়ে দেন।

সোমবার মুগদা থেকে গণসংযোগ শুরু করেন শেখ ফজলে নুর তাপস। খিলগাঁও, সবুজবাগসহ সংশ্লিষ্ট এলাকায় সুশৃ্ঙ্খলভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।



ঢাকা/পারভেজ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়