RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৪ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২০ ১৪২৭ ||  ১৭ রবিউস সানি ১৪৪২

চা বা‌নি‌য়ে ভাইরাল আ‌তিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চা বা‌নি‌য়ে ভাইরাল আ‌তিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের চতুর্থ‌ দি‌নে নির্বাচনী প্রচারণা চালা‌তে গি‌য়ে এক চা‌য়ের দোকা‌নে ব‌সে উপস্থিত সবাইকে চা বা‌নি‌য়ে খাওয়া‌লেন আওয়ামী লী‌গের মেয়র প্রার্থী আ‌তিকুল ইসলাম।

এই কা‌ণ্ডে রী‌তিম‌তো সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ভাইরাল হ‌য়ে গে‌ছেন তি‌নি। অ‌নে‌কে বিষয়‌টি ইতিবাচকভাবে দেখ‌লে কেউ কেউ সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে নে‌গে‌টিভ মন্তব্য কর‌ছেন।

সোমবার বিকেলে আফতাব নগরে ভোটের প্রচারণা চালাতে যান আ‌তিকুল ইসলাম। রামপুরা থেকে গণসংযোগ করে আফতাবনগরের দিকে যাচ্ছিলেন তি‌নি। এ সময় হঠাৎ একটি টং দোকানে ঢুকে গিয়ে বসে যান চা বানাতে। প‌রে তার হা‌তে বানানো চা হাতে তুলে নিতে শুরু করেন সঙ্গে থাকা ‌নেতাকর্মীরা।

এ সময় দোকা‌নের সাম‌নে কৌতুহল জনতার ভিড় লে‌গে যায়। কেউ কেউ মোবাই‌লে ভি‌ডিও ক‌রে সামা‌জিক যোগাযো‌গ মাধ্য‌মে পোস্ট ক‌রেন।


ঢাকা/পার‌ভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়