ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিপুল ভোটে বিজয়ের আশা তাপসের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপুল ভোটে বিজয়ের আশা তাপসের

ঢাকা সিটি নির্বাচনে উন্নয়ন ও পরিকল্পনায় মানুষ স্বত:স্ফুর্ত সাড়া দিয়েছেন উল্লেখ করে ‘বিপুল ভোটে বিজয়ের’ আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার কামরাঙ্গীচরের ঝাউচর এলাকা থেকে পঞ্চম দিনের মতো নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। এর আগে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

তাপস বলেন, ‘ঢাকাবাসী স্বত:স্ফূর্ত সাড়া দিয়েছে। এগিয়ে আসছে এবং আমাদের উন্নয়ন ও পরিকল্পনায়। প্রাণের ঢাকাকে সুন্দর করার সুযোগ পেয়েছি। এই ঢাকায় আমরা যারা বসবাস করি সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলার মানুষ যে প্রান্ত থেকেই আসি না কেন, এই ঢাকা আমাদের সবার। আমরা ঢাকাবাসী উন্নত ঢাকা গড়বো।’

‘অভিভাবকত্ব নিয়ে ঢাকা দক্ষিণ সিটির মাধ্যমে আমরা উন্নত ঢাকা গড়ে তুলতে চাই। এই নতুন যাত্রায় আমি বিশ্বাস করি, ঢাকাবাসী আমাদের সমর্থন দেবেন। নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে আমাদের সেবা করার সুযোগ দেবে।’

নির্বাচিত হলে বছরের প্রতিটি ক্ষণ নগরবাসী সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী।

‘আমরা নির্বাচিত হতে পারলে আগামী ৫ বছরে বছরের ৩৬৫ দিন, সপ্তাহের ৭ দিন, দিনের ২৪ ঘণ্টার ৩৬০০ সেকেন্ড আপনাদের জন্য নিবেদিত করবো। জনগণের সেবায় নিয়োজিত করবো এবং নগর ভবনের দরজা সবার জন্য খোলা থাকবে।’   

আওয়ামী লীগ সরকারের সময়ে কামরাঙ্গীচরের উন্নয়ন তুলে ধরে তাপস বলেন, ‘এই এলাকা আগে ইউনিয়নভুক্ত ছিল, এখন সিটির আওতাভুক্ত। কামরাঙ্গীরচর যাতে উন্নত ঢাকার একটি অংশ হয়, সেজন্য এখানকার সাংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছেন। আমরা সেই উন্নয়ন কার্যক্রমকে শুধু তরান্বিত নয়, আমরা চাই অবহেলিত কামরাঙ্গীচর যেনো আধুনিক ঢাকা হিসেবে রূপ পায়। তাই কামরুল ইসলামের হাতকে শক্তিশালী করে কাজ করবো।’

‘আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থীসহ নৌকার মেয়র প্রার্থী হিসেবে আপনাদের মাঝে এসেছি। আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, আপনাদের সেবা করার সুযোগ পেলে আমাদের প্রাণের ঢাকা, ভালোবাসার ঢাকা, জীবনযাপনের ঢাকা, নতুন প্রজন্ম নিয়ে স্বপ্নের ঢাকা গড়বো।’

এ সময় ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা- এই পাঁচ লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

পরে ঝাউচর এলাকার আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুরে আলম (ঠেলাগাড়ি মার্কা) এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শেফালী আক্তারকে (আনারস মার্কা) পরিচয় করিয়ে দেন তাপস।

পথসভায় ও প্রচারনায় অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ ফজলে নূর তাপস আপনাদের পাশে থাকবেন এবং একটি উন্নত দুর্নীতিমুক্ত সিটি উপহার দেবেন। এরই মধ্যে তিনি নানা পরিকল্পনা নিয়ে কাজ করতে প্রত্যয় নিয়ে আপনাদের সামনে এসেছেন। তিনি প্রমাণ   করেছে মানুষের কল্যাণে জনগণকে সেবা দিতে তিনি সমর্থ। তার সেই যোগ্যতা আছে। ৩০ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।

ঢাকার উন্নয়ন এবং আধুনিক ঢাকা হিসেবে গড়ে তোলার জন্য শেখ ফজলে নূর তাপসকে ‘যুগোপযোগী এবং সাহসী’ প্রার্থী হিসেবে অভিহিত করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘এখানে প্রতিটি মানুষের জন্য বাসযোগ্য নিরাপদ ঢাকা হিসেবে গড়ে তুলবে পারবেন তিনি। নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা এনেছিলাম। নৌকায় ভোট দিয়ে দারিদ্র‌্যমুক্ত দেশ উপহার দিতে পেরেছি। বাংলাদেশ আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।’

প্রচারে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, হাজী আবুল হাসনাত, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল উপস্থিতি ছিলেন।

পথসভা শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থনা করেন শেখ ফজলে নূল তাপস। মঙ্গলবার দিনব্যাপী ৫৫, ৫৬ এবং ৫৭ নং ওয়ার্ডে প্রচার চালাবেন তিনি।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়