ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ৫৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের নামে রিটার্নিং কর্মকর্তার অফিসে অভিযোগ দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।

বুধবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার একজন সহকারী এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে রিটার্নিং কর্মকর্তার অফিসে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।

অভিযোগ পত্র থেকে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটির কামরাঙ্গীরচর ৫৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হোসেন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। এছাড়া   হুমকি, প্রচারণায় বাধা দেওয়া, প্রার্থীদের সমর্থকদের ভীতি প্রদর্শন করেছেন।

অভিযোগ পত্রে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুর রহমান রতন জানান, গত শুক্রবার প্রতীক নিতে তিনি গোপিবাগ ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন রিটার্নিং অফিসে গেলে তাকে প্রতিপক্ষের সমর্থকরা হুমকি দেন।

 

ঢাকা/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়