ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাউন হল মিটিংয়ে সমস্যা সমাধান করবেন আতিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাউন হল মিটিংয়ে সমস্যা সমাধান করবেন আতিক

মেয়র-কাউন্সিলরকে জবাবদিহিতার আওতায় এনে মাসভিত্তিক ‘টাউন হল মিটিং’ এর মাধ্যমে নগরবাসীর সমস্যা শুনে তা সমাধানের পরিকল্পনার কথা জানিয়েছেন আতিকুল ইসলাম।

শুক্রবার রাজধানীর বাউনিয়া মোড়, মানিকদি, মাটিকাটা, লালসরাইসহ বেশকিছু এলাকায় গণসংযোগ চালানোর সময়ে এ পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত এই মেয়র পদপ্রার্থী।

আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি কথা দিতে চাই, মেয়র-কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনব। প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে সবাইকে নিয়ে টাউন হল মিটিং করব। যে মিটিংয়ে কাউন্সিলরসহ এলাকার জনগণ উপস্থিত থাকবেন।’

‘এলাকার যত সমস্যা, যা সমাধান হয়নি, এলাকার উন্নয়নে আর কী কী করা বাকি আছে, কোন কাজ আগে করতে হবে অর্থাৎ সমস্যা চিহ্নিত করে তার সমাধানের উদ্যোগ নেয়া হবে সেসব টাউন হল মিটিংয়ে। যার মাধ্যমে জনগণের কাছে আমাদের সবার জবাবদিহিতা থাকবে।’

তিনি বলেন, ‘নয় মাস দায়িত্ব পালনকালে আমরা নানা সমস্যা চিহ্নিত করেছি। সেসব সমস্যা সমাধানে পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারির ভোটে আমি নির্বাচিত হলে ফুটপাত, এলইডি লাইট, ড্রেনেজ, রাস্তা নির্মাণসহ আধুনিক পরিকল্পিত বাসযোগ্য ঢাকা গড়ার কাজ আগামী ছয় মাসের মধ্যে শুরু করব, ইনশাআল্লাহ্‌।

বাউনিয়ার অধিবাসীদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, যেখানে ২০ ফিট রাস্তা আছে, সেটিকে অন্তত ৬০ ফিট করতে হবে। আপনারা এ এলাকায় সুয়ারেজ লাইনসহ প্রশস্ত রাস্তা চেয়েছেন। ইনশাআল্লাহ, আমি দায়িত্ব নিলে আগামী ছয় মাসের মধ্যে এখানে প্রশস্ত রাস্তা হবে। সুয়ারেজ লাইন থাকবে, বাতি থাকবে। কীভাবে হবে? কারণ, বিগত নয় মাস ধরে এ কাজ করেছি আমরা। সেই কাজ অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে।’

নির্বাচনী প্রচারে আতিকুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।


ঢাকা/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়