ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জয়ের নেতৃত্বে উত্তরে জাপার গণসংযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ের নেতৃত্বে উত্তরে জাপার গণসংযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থীদের পক্ষে গণসংযোগ করেছেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়ের নেতৃত্বে নেতাকর্মীরা।

রোববার দিনভর তারা উত্তরের বিভিন্ন এলাকায় জাপা প্রার্থীদের জন্য ভোট চেয়ে প্রচার চালান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর পক্ষে নেতাকর্মীরা মোহাম্মদপুর টাউনহল, ইকবাল রোড, বাবর রোড, আসাদ গেট এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় তারা সেন্টুকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।

পরে দলের নেতাকর্মীরা উত্তরের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মঞ্জুর পক্ষে বনানীর কড়াইল, বনানী বাজার, চেয়ারম্যান বাড়ী, কাকলী এলাকায় গণসংযোগ করেন।

এ সময় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক ও মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুব সংহতির সেক্রেটারি ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল, মাসুদুর রহমান চৌধুরী, সুমন আশরাফসহ জাপার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উত্তরে জাপার নির্বাচন পরিচালনা কমিটি

জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের জয়ী করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে দলটি।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে গঠিত কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক- পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি, সদস্য সচিব-পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস. এম. ফয়সল চিশতী, যুগ্ম-সদস্য সচিব- প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।

সদস্য করা হয়েছে উত্তরের সাবেক সেক্রেটারি বাহাউদ্দিন আহম্মদ বাবুল, আমানত হোসেন আমানত, মোস্তাকুর রহমান নাঈম, মাহবুবুর রহমান লিপ্টন, আনিস উর রহমান খোকন, এ.এন.এম রফিকুল আলম সেলিম, জাহাঙ্গীর আলম পাঠান, ফখরুল আহসান শাহাজাদা, কাজী আবুল খায়ের, হাজী সিরাজ, আব্দুস সাত্তার, হামিদ হাসান ও আব্দুল আজিজ খান।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়