ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘হামলা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া কি না?’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হামলা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া কি না?’

বিএনপির মেয়র প্রার্থীর উপর হামলার ঘটনা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া কি না তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় তথ্যসচিব কামরুন্নাহারসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

গাবতলীতে বিএনপির মেয়র প্রার্থীর উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি বিষয়টি জানি না। আপনাদের কাছ থেকেই শুনলাম। আমরা এতক্ষণ একনেক মিটিংয়ে ছিলাম। বিষয়টা পুরোপুরি না জেনে মন্তব্য করা সমীচীন হবে না।’

তিনি আরো বলেন, ‘সিটি নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করার জন্য একটি পক্ষ সক্রিয়। এই হামলা সেই পক্ষের কারসাজি কি না সেটি খতিয়ে দেখা প্রয়োজন। আর বিএনপির প্রথম থেকে প্রচেষ্টা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।’

সুতরাং নানা ধরণের ঘটনা প্রবাহের মধ্যদিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে প্রক্রিয়া আজকের হামলার ঘটনা সেই প্রক্রিয়ার অংশ কি না তা খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি- যোগ করেন তথ্যমন্ত্রী।

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই, বরং আমি বলবো লেবেল প্লেয়িং ফিল্ড বিএনপির পক্ষে আমাদের বিপক্ষে।’

‘কারণ বিশ্বের সবচাইতে গণতান্ত্রিক রাষ্ট্র হলো ভারত। যেখানে ভোটারের সংখ্যা সবচাইতে বেশি। সেই পাশ্ববর্তী দেশ ভারতে সরকারি প্রটোকল বাদ দিয়ে মন্ত্রীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন। এমপিরা তো পারেই। যুক্তরাজ্য দেখেন সেখানেও পারে। সব গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি সুযোগ সুবিধা বাদ দিয়ে মন্ত্রী-এমপিরা প্রচার করতে পারে। আমাদের দেশে আমরা পারছি না। এটি বিএনপিকে সুবিধাজনক অবস্থান দিয়েছে। সুতরাং প্লেয়িং ফিল্ডটা বিএনপির পক্ষেই চলে গেছে।’ 

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুর নেতৃত্বে সমিতির নেতারা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এসময় সমিতির সহসভাপতি মো. শহীদুল আলম, সাধারণ সম্পাদক সামসুল আলম,সমিতির নেতা মো. ইকবাল, কামাল মো. কিবরিয়া লিপু, আলিম উল্লাহ, মেহেদী হাসান সিদ্দীকি মনির, মোরশেদ খান হিমেল, এম এন ইস্পাহানী, জাহিদ হোসেন, কামাল হাসান, অপূর্ব রায়, আজিজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


ঢাকা/নঈমুদ্দীন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়