ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আমরাই বিজয় উৎসব করব ইনশাআল্লাহ: ইশরাক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমরাই বিজয় উৎসব করব ইনশাআল্লাহ: ইশরাক

ভাষার মাসের শুরুর দিন রাজধানীতে দলের বিজয় উৎসবের নিশ্চিত আভাষ পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সে আলোর পথ ধরে সারাদেশে জনগণের অধিকার ফিরিয়ে এনে খালেদা জিয়াকে মুক্ত করার প্রত‌্যয়ও জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে কামরাঙ্গীরচর এলাকায় প্রচারণায় অংশ নিয়ে এক পথসভায় এমন অঙ্গীকারের কথা জানান।

ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক বলেন, ‘প্রার্থী হয়েছি শুধুমাত্র জনগণের অধিকার রক্ষার জন্য। ইনশাল্লাহ ১ তারিখে আমরা বিজয় উৎসব করব। দেশনেত্রীকে মুক্ত করে প্রথম লক্ষ্যটি আমরা অর্জন করব।’

প্রকৌশলী ইশরাক বলেন, ‘আমার মেয়র হওয়ার শখ নাই। এমপি হওয়ার শখ নাই । আমার আপনাদের ভালোবাসাই যথেষ্ট। জনগণের অধিকার ভোটাধিকার, বাকস্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করে যাব। ’

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বলেন, ‘আমার বাবা আপনাদের অতি সুপরিচিত। আপনাদের কাছের মানুষ ছিলেন। সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। আমি তার সন্তান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন দিয়েছে। আমি আজকে বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীষের পক্ষে একটি গণজোয়ার শুরু হয়েছে। ’

সমস্ত ঢাকাবাসী আজকে এক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ঢাকার সন্তান। আমি আপনাদের সন্তান। আজকে আমার বাবা নেই। উনি যদি থাকতেন, উনি অবশ্যই খুশি হতেন, গর্বিত হতেন, যে পুরনো ঢাকাবাসীসহ সমস্ত ঢাকাবাসী আজকে আমার পাশে এক হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কারাবন্দি প্রিয় নেত্রী আমাদের সকলের অভিভাবক, যাকে ছাড়া সকলেই আজকে এতিমের মতো উন্মাদ হয়ে ...., উনি যদি আজকে কারাগারের বাইরে থাকতেন, উনি অত্যন্ত খুশি হতেন। যে ভরসা করে আমাকে মনোনয়ন দিয়েছেন, ঢাকাবাসী সেই মনোনয়নের প্রতি আস্থা দেখিয়েছে। একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

এ সময় সবাই স্লোগান দিতে থাকেন, ‘ইশরাক ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।’ ‘ইশরাক ভাই ভয় নাই, আমরা আছি তোমার সাথে।’

এরপর তিনি বলেন, ‘আমার বাবা অল্প বয়সে গেরিলাযুদ্ধের জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে সামিল হয়েছিলেন। সব সময় বলতেন, মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিলো- জনগন হবে বাংলাদেশের মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক। জনগণ হবে সকল ক্ষমতার মালিক এবং জনগণ ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে, কারা কারা নগর পরিচালনা করবে। আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছি, শুধুমাত্র জনগণের অধিকার রক্ষার জন্য।’


ঢাকা/সাওন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়