ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইসিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসিকে আইনি নোটিশ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের ইনকাম ট্যাক্স রিটার্নসহ সম্পদ বিবরণীর তথ্য ওয়েবসাইটে প্রকাশ এবং রিটার্নিং অফিস থেকে প্রার্থীদের তথ্য জানতে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিবকে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রেসিডেন্ট মো. হাফিজুদ্দিন খান ও সেক্রেটারি বদিউল আলম মজুমদারের পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে।

রেজিস্ট্রি ডাকযোগে সুজনের প্রেসিডেন্ট ও সেক্রেটারির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদিন মালিক এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৪৮বিধি অনুসারে ইনকাম ট্যাক্স রিটার্নসহ প্রার্থীদের সম্পদ বিবরণীর তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ এবং প্রার্থীদের তথ্য জানতে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের প্রবেশ নিশ্চিত করতে বলা হয়েছে।

নোটিশ বলা হয়েছে, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে হবে। অন্যথায়, প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।


ঢাকা/হাসিবুল/রফিক  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়