ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব‌্যালট ব‌্যবহারে প্রয়োজনে নির্বাচন পেছানোর কথা বলছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব‌্যালট ব‌্যবহারে প্রয়োজনে নির্বাচন পেছানোর কথা বলছে বিএনপি

ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোট নিতে প্রয়োজনে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে এক সেমিনারে বিএনপি মহাসচিবের কাছ থেকে এই দাবি আসলো।

তিনি বলেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে। আরেকটি ১ ফেব্রুয়ারি আসছে, যেদিন আরেক পদ্ধতিতে ঢাকার নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নেয়া হবে। আমরা তীব্রভাবে আপত্তি জানিয়েছি। এখনো বলছি, এই ইভিএম ব্যবহার রাখুন এবং প্রয়োজনে ভোট পিছিয়ে দিয়ে ব্যালটে ভোট নেয়ার ব্যবস্থা করুন। অন্যথায় এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না।”

ইভিএমের বিরুদ্ধে জনমত তৈরির আহ্বান রেখে মির্জা ফখরুল বলেন, ‘আসুন, আজকে সবাই জনগনের কাছে একথা বলি যে, তারা অত্যন্ত জোরে তাদের ভয়েস এরাইস করুন, তাদের কন্ঠকে সোচ্চার করুন যে, আমরা ইভিএম মানি না। ইভিএম কখনোই জনগনের সঠিক রায়ের প্রতিফলন ঘটাবে না। আমরা এই ইভিএম প্রত্যাখান করছি।’

আতিকের বক্তব্য ভেরি শেইম’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল আমাদের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে সরকারি দলের একজন কাউন্সিলর প্রকাশ্যে আঘাত করলেন, তার ওপর আক্রমন চালালেন। দূঃখজনকভাবে শুধু না, দুর্ভাগ্যজনক ও লজ্জ্বাজনকভাবে ওই দলের (আওয়ামী লীগ) মেয়র প্রার্থী বললেন, এটা তাদের দলের নিজস্ব প্রোভলেম। ভেরি শেইম, দুর্ভাগ্যজনক। এরকম একজন ব্যক্তি, যিনি এই কথা বলতে পারেন, তারতো মেয়র হওয়ার কোনো যোগ্যতাই থাকতে পারে না।’


ঢাকা/সাওন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়