ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘হোল্ডিং ট্যাক্স বাড়বে না বরং কমবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হোল্ডিং ট্যাক্স বাড়বে না বরং কমবে’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকদের হোল্ডিং ট্যাক্স বাড়বে না বরং সমন্বয় করতে গিয়ে অনেকাংশে কমবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

বুধবার বিকেলে পুরান ঢাকার কারা কনভেনশন হলে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদের-ব্যবসায়ী সম্মেলন ২০২০’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

শেখ তাপস বলেন, ‘কোনোরকম কর বৃদ্ধি করা হবে না, কোনো হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হবে না। বরং কিছু ক্ষেত্রে সমন্নয় করার জন্য কমতে পারে, বাড়বে না। আমাদের অনেক সেবা আছে যেগুলো আমরা এখনও দেই না। সেগুলো ঢাকাবাসীর কাছে পৌঁছে দিব। আগামী দুই বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিজের পায়ে দাঁড়াবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিজের টাকায় অর্থায়নে ঢাকাবাসীর সেবা পৌঁছাবে।’

ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় পার্কিং লট করা হবে জানিয়ে তাপস বলেন, ‘পার্কিং লট, কথাটা ছোট সময় থেকেই শুনে আসছি। আজ পর্যন্ত হয় নাই। প্রতিটি এলাকার জন্য মতিঝিল, নবাবপুর, ইসলামপুরের মতো জায়গা ধরে এলাকাভিত্তিক বহুতল পার্কিং লটের ব্যবস্থা করবো।’

‘আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচন সমসাময়িক সব নির্বাচনের থেকে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমাকে ভোট দিয়ে ঢাকাবাসীকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য ঢাকাবাসীকে আহ্বান করবো।’

এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে ব্যবসায়ী সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা কাজী আকরাম উদ্দিন আহমেদ, একে আজাদ, শফিউল আলম মহিউদ্দিন, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, রেজাউল করিম রেজনু, সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়