ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি’

বিএনপির প্রার্থীরা পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

সোমবার রাজধানীর ডেমরা সারু‌লিয়া এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

শেখ তাপস বলেন, ‘সংঘর্ষ বাঁধিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচ‌নের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা (‌বিএন‌পি) পায়তারা করছে। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা অপরাজনীতির চর্চা করছে। নির্বাচন বানচাল করার চেষ্টায় রয়েছে তারা। নিজেরাই নিজেদের উপর হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।’

রোববার টিকাটুলীতে শেখ তাপসের নির্বাচনী ক্যাম্পে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘১ ফেব্রুয়ারি জনগণ ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে।’

নির্বাচনী প্রচারণায় ঢাকাবা‌সীর স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের রুপ রেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। আমরা নির্বাচিত হলে নব্বই দিনের মধ্যে সব নাগরিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে দেব।’

এর আগে সারু‌লিয়া এলাকায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপ‌স্থিত হ‌লে তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে ফুলের শুভেচ্ছা জানান স্থানীয় কাউন্সিলর ও নেতাকর্মীরা। পরে দলের নেতা-কর্মীদের নিয়ে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ শুরু ক‌রেন।

প্রথমবারের মতো ঢাকা সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকা ১০ আসনের সাবেক এমপি শেখ ফজলে নূর তাপস। তিনি টানা তিনবার ওই আসন থেকে সংসদ সদস্য ছিলেন।


ঢাকা/পারভেজ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়