ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন’

মাদকমুক্ত শহর গড়তে নগরবাসীকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল  ইসলাম।

সোমবার রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের জমজম টাওয়ার থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করার আগে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আপনাদের সবাইকে নিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সেই আন্দোলন হবে মাদকের বিরুদ্ধে আন্দোলন। মাদকমুক্ত শহর গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করবো। আমাদের মাদকমুক্ত সমাজ গড়তেই হবে।’

মেয়র নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের জবাবাদিহিতা নিশ্চিত করতে জনতার মুখোমুখি করারও প্রতিশ্রুতি দেন তিনি।

“আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আমি কথা দিতে চাই প্রতিটি ওয়ার্ডে, প্রতি মাসে ওই এলাকার জনগণের সামনে মেয়র এবং কাউন্সিলররা উপস্থিত হবেন। অর্থাৎ জনগণের মুখোমুখি হয়ে তাদের কথা শুনবো, অভিযোগ জানবো, তাদের প্রশ্নের উত্তর দেব।”

ভোটারদের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘জনগণের কাছে আপনাদের যেতে হবে, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। ভোট কেন্দ্রে যত বেশি মানুষ আসবে, আওয়ামী লীগ ততবেশি ভোটে জয় লাভ করবে ইনশাল্লাহ।’

এ সময় গণসংযোগের সময় জনগণের ভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, অভিনেতা আজিজুল হাকিম, আহসানুল হক নিলু, অভিনেত্রী তারিন প্রমুখ উপস্থিত ছিলেন।


ঢাকা/পারভেজ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়