ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রচারে চমক ইশরাকের

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রচারে চমক ইশরাকের

নির্বাচনী প্রচারে চমক দেখালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে মতবিনিময়ের পর তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারে যান।

খিলগাঁও জোড়া পুকুরপাড়ে পথসভা শেষে তিনি, খিলগাঁও রেলগেট, বাসাবো, মুগদা, কমলাপুর, মতিঝিল হয়ে নয়াপল্টনের দিকে আসার জন্য রওনা দেন।

এ সময় তার প্রচার বহরে ব‌্যাপক জনসমাগম লক্ষ‌্য করা যায়। গানে গানে আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

গতকাল ইশরাক বলেছিলেন, হামলা মামলা হামলা চালিয়ে ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

এর আগে সোমবার বিকেলে ইশরাক হোসেন জোড়া পুকুর পাড়ে পথসভায় বক্তব্য রাখেন।

এই শহরকে একেবারে বসবাসের অযোগ্য করে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় এসেছে। তাই জনগণের নয়, তারা শুধু নিজেদের উন্নয়নে ব্যস্ত।

তিনি বলেন, ‘আমি বলতে চাই, কিছুদিন আগে আমাদের ঢাকা উত্তরের প্রার্থীর গণসংযোগ হামলা চালিয়েছিল। প্রতিনিয়ত বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর গণসংযোগে হামলা ও বাধা দেয়া হচ্ছে। গতকাল আমার শান্তিপূর্ণ গণসংযোগে আওয়ামী সন্ত্রাসীরা বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে। পরবর্তীতে ওই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। ’

বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘আমাদের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোন প্রকার উস্কানির ফাঁদে পা না দিয়ে পহেলা ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং শান্তিপূব্ভোবে ভোট দেবেন।’

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেমেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব, রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেব, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেব।’


ঢাকা/সাওন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়