ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আতিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আতিকুল

ঢাকা নগরীর হাজারো সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটি নিয়মের মধ্যে এনে ‘সুন্দর ঢাকা’ গড়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সবাই চাই একটি সুন্দর ঢাকা। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই অপরিকল্পিত শহরে আছে যানজট, জলজট, মশার উপদ্রব, বায়ু দুষণসহ নানা চ্যালেঞ্জ।’

“তবুও আমাদের শুরুটা করতে হবে, শুরু করলেই কিন্তু শেষ হবে। চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য কিন্তু নৌকার প্রার্থী হয়ে নাগরিকদের সামনে আমি এসেছি।”

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে উন্নয়ন। আগামী ১ ফেব্রুয়ারি যত বেশি মানুষ ভোট দিতে আসবে, নৌকার জয় তত বেশি হবে ইনশাআল্লাহ্।’

এ সময় ট্যাক্স পদ্ধতি অনলাইনে করার পরিকল্পনার কথা জানিয়ে আতিকুল ইসলাম বলে, ‘সিটি করপোরেশনের ট্যাক্স আর ফেস টু ফেস এসে দিতে হবে না, আগামী ৬ মাসে সেই কাজ আমরা শুরু করবো। ফেস টু ফেস সার্ভিস যত কমে যাবে, দুর্নীতি তত কমবে এবং আমাদের কাজের গতিও তত বাড়বে। সেই সঙ্গে নাগরিকদের ভোগান্তি ও হয়রানি কমবে এবং ট্যাক্স আদায়ও বাড়বে।’

মতবিনিময় সভায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, বর্তমান সভাপতি এবং দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, দৈনিক অবজারবারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি আবুল কালাম আজাদ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/পারভেজ/জেনিস 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়