ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবু মেয়রদের জন্য ৯ দফা ইশতেহার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবু মেয়রদের জন্য ৯ দফা ইশতেহার

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হবু মেয়রদের জন্য ৯ দফা নাগরিক ইশতেহার ঘোষণা করেছে সাতটি সংগঠন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনগুলোর যৌথ আয়োজিত এক নাগরিক মতবিনিময় সভায় ইশতেহার তুলে ধরেন কেয়ার বাংলাদেশের পরিচালক আমানুর রহমান।

৯ দফা ইশতেহারগুলো হলো-ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, ভূমি দখল মুক্ত করণ ও জলাবদ্ধতা দূরীকরণ; যানজট, নগর পরিবহন এবং পরিবেশ, নারী ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন ব্যবস্থার প্রচলন করা; নাগরিক নিরাপত্তা এবং নারীবান্ধব সড়ক ও পাবলিক স্পেস তৈরি করা; আবর্জনা ও দূষণমুক্ত সবুজ ঢাকা গড়া; শিশু, বয়োজ্যেষ্ঠসহ সকল শ্রেণী, লিঙ্গ, প্রজন্মের জন্য উন্মুক্ত স্থান, পার্ক, খেলার মাঠ ও নগর ঐতিহ্য সংরক্ষণ করা; উন্নত নাগরিক পরিষেবা ও পরিষেবা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা; বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও সবার জন্য সাশ্রয়ী এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা করা; বাজার মনিটরিং, নিরাপদ খাবার ও বাজার মূল্য নিয়ন্ত্রণ করা এবং সুষম ও প্রগতিশীল কর ব্যবস্থাপনা করা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের জেনারেল সেক্রেটারি ড. আদিল মো. খান, কোয়ালিশন ফর আরবান পুরের এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার রেবেকা সান ইয়াৎ প্রমুখ।


ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়