ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে ত্রুটিমুক্ত নয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে ত্রুটিমুক্ত নয়’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে বলে নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম। তবে এটিকে ত্রুটিমুক্ত নয় বলেও মনে করে সংস্থাটি।

৫০৭ জন পর্যবেক্ষক দিয়ে ৭২৯টি কেন্দ্র পর্যবেক্ষণ করে সংস্থাটি এ দাবি করছে।

রোববার জাতীয় প্রেসক্লাবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করে ইলেকশন মনিটরিং ফোরাম।

এসময় সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘এই সময়ে একটি নির্বাচন ত্রুটিমুক্ত করা খুবই কঠিন কাজ। তারপরও সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে। তবে ভোটার উপস্থিতি কম ছিল। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

রাজনৈতিক দলের সদিচ্ছার অভাব ও উদাসীনতার কারণে ভোটারদের উপস্থিতি কম ছিল বলে সংস্থার পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।


ঢাকা/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়