ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা দক্ষিণে কাউন্সিলর হলেন যারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা দক্ষিণে কাউন্সিলর হলেন যারা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত সব কাউন্সিলরের নাম ঘোষণা করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও ঢ‌াকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। পরে রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন যারা- ওয়ার্ড নং ১- মাহবুব আলম, ওয়ার্ড নং ২- আনিসুর রহমান, ওয়ার্ড নং ৩-মো. মাকসুদ হোসেন, ওয়ার্ড নং ৪- মো. জাকির হোসেন, ওয়ার্ড নং ৫-চিত্তরঞ্জন দাস, ওয়ার্ড নং ৬-সিরাজুল ইসলাম বাপ্পী, ওয়ার্ড নং ৭- শামসুল হুদা কাজল, ওয়ার্ড নং ৮- সুলতান মিয়া, ওয়ার্ড নং ৯- মোজাম্মেল হক, ওয়ার্ড নং ১০- মারুফ আহমেদ মনসুর, ওয়ার্ড নং ১১- মির্জা আসলাম আসিফ, ওয়ার্ড নং ১২- মামুনুর রশিদ শুভ্র, ওয়ার্ড নং ১৩- মো. এনামুল হক, ওয়ার্ড নং ১৪- ইলিয়াসুর রহমান, ওয়ার্ড নং ১৫- রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড নং ১৬- নাসিম আহমেদ, ওয়ার্ড নং ১৭- মাহবুবুর রহমান, ওয়ার্ড নং ১৮-আসম ফেরদাউস আলম, ওয়ার্ড নং ১৯- আবুল বাশার, ওয়ার্ড নং ২০- ফরিদ উদ্দিন, ওয়ার্ড নং ২১- আসাদুজ্জামান, ওয়ার্ড নং ২২- জিন্নাত আলী, ওয়ার্ড নং ২৩- মকবুল হোসেন, ওয়ার্ড নং ২৪- মোকাদ্দেস হোসেন জাহিদ, ওয়ার্ড নং ২৫- মো. আনোয়ার ইকবাল, ওয়ার্ড নং ২৬- হাসিবুর রহমান, ওয়ার্ড নং ২৭- ওমর উদ্দীন আফজাল, ওয়ার্ড নং ২৮- কামালউদ্দিন কাবুল, ওয়ার্ড নং ২৯- জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নং ৩০- এরফান সেলিম, ওয়ার্ড নং ৩১- শেখ মোহাম্মদ আলমগীর, ওয়ার্ড নং ৩২-মোহাম্মদ আব্দুল মান্নান, ওয়ার্ড নং ৩৩- মোহাম্মদ আওয়াল হোসেন, ওয়ার্ড নং ৩৪- মোহাম্মদ মামুন, ওয়ার্ড নং ৩৫- আবু সাইদ, ওয়ার্ড নং ৩৬- রঞ্জন বিশ্বাস, ওয়ার্ড নং ৩৭- আব্দুর রহমান মিয়াজী, ওয়ার্ড নং ৩৮- আহমেদ ইমতিয়াজ মান্নাফি, ওয়ার্ড নং ৩৯- রোকন উদ্দিন আহমেদ, ওয়ার্ড নং ৪০- আবুল কালাম আজাদ, ওয়ার্ড নং ৪১- সরোয়ার হোসেন আলো, ওয়ার্ড নং ৪২- মোহাম্মদ সেলিম, ওয়ার্ড নং ৪৩- মো. আরিফ হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ওয়ার্ড নং ৪৪- মোহাম্মদ নিজামুদ্দিন, ওয়ার্ড নং ৪৫- শামসুজ জোহা, ওয়ার্ড নং ৪৬- শহীদ উল্লাহ, ওয়ার্ড নং ৪৭- শাহানা আক্তার, ওয়ার্ড নং ৪৮- আবুল কালাম, ওয়ার্ড নং ৪৯- বাদল সরদার, ওয়ার্ড নং ৫০- মোসুম মোল্লা, ওয়ার্ড নং ৫১- হাবিবুর রহমান হাবু, ওয়ার্ড নং ৫২- রুহুল আমিন, ওয়ার্ড নং ৫৩-মির হুসেন মিরু, ওয়ার্ড নং ৫৪- মো. মাসুদ, ওয়ার্ড নং ৫৫- নুরে আলম, ওয়ার্ড নং ৫৬- মোহাম্মদ হোসেন, ওয়ার্ড নং ৫৭- সাইদুল, ইসলাম, ওয়ার্ড নং ৫৮- শফিকুর রহমান, ওয়ার্ড নং ৫৯- আকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড নং ৬০- আনোয়ার হোসেন মজুমদার, ওয়ার্ড নং ৬১- জুম্মন মিয়া, ওয়ার্ড নং ৬২- মোস্তাক আহমেদ, ওয়ার্ড নং ৬৩-সফিকুল ইসলাম খান দিলু, ওয়ার্ড নং ৬৪- মাকসুদুর রহমান মোল্লা, ওয়ার্ড নং ৬৫- সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, ওয়ার্ড নং ৬৬- আবদুল মতিন সাউদ, ওয়ার্ড নং ৬৭- ইবরাহীম, ওয়ার্ড নং ৬৮- মাহমুদুল হাসান পলিন, ওয়ার্ড নং ৬৯- সালাহ উদ্দিন আহম্মেদ, ওয়ার্ড নং ৭০-মোহাম্মদ আতিকুর রহমান, ওয়ার্ড নং ৭১- খাইরুজ্জামান, ওয়ার্ড নং ৭২- শফিকুল আলম শামীম, ওয়ার্ড নং ৭৩-শফিকুল ইসলাম, ওয়ার্ড নং ৭৪- আজিজুল হক ও ওয়ার্ড নং ৭৫- আকবর হোসেন।

সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা- ১ নং ফারজানা ইয়াসমী, ২ নং মাকসুদা শমসের, ৩ নং মিনু রহমান, ৪ নং ফারহানা ইসলাম ডলি, ৫ নং সৈয়দা রোকসানা ইসলাম চামেলী, ৭ নং সুরাইয়া বেগম, ৮ নং নিলুফার রহমান, ৯ নং সাবিনা পারভীন, ১০ নং শামসুর নাহার, ১১ নং নাসরিন রশিদ পুতুল, ১২ নং সুরাইয়া বেগম, ১৩ নং শাহিনুর বেগম, ১৪ নং লাভলী চৌধুরী, ১৫ নং নাজমা বেগম, ১৬ নং নাছিম আহমেদ, ১৭ নং সাথী আক্তার, ১৮ নং খালেদা আলম, ১৯ নং শেফালি, ২০ নং নাসরিন, ২১ নং সেলিনা খাঁন, ২২ নং মাহফুজা আক্তার, ২৩ নং নিলুফা ইয়াসমিন, ২৪ নং ফারহানা ইয়াসমিন ও ২৫ নং ওয়ার্ডে সাহিদা বেগম।

 

ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়