ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আ.লীগ, বিএনপির পরেই ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগ, বিএনপির পরেই ইসলামী আন্দোলন

সদ্যসমাপ্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফলাফলে চমক দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির পর জায়গা করে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই প্রার্থী।

উত্তরে দলটির প্রার্থী শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট এবং দক্ষিণের প্রার্থী আলহাজ্ব মো. আবদুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট।

হাতপাখা প্রতীকে দুই প্রার্থী পেয়েছেন ৫৪ হাজার ৭২৫ ভোট। অর্থাৎ ৩ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়েছে দলটি।

যদিও ভোটের দিন সন্ধ্যায় নির্বাচন ভবনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন দলের নেতা-কর্মীরা। ভোটে নিজেদের পোলিং এজেন্ট বের করে দেয়া, অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট প্রত্যাখ্যান করে দলটি। পাশাপাশি দলটির নেতারা সিইসির পদত্যাগের দাবিও তোলেন।

এদিকে, সিটি নির্বাচনে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

এবার ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন চার লাখ ৭২ হাজার ১১ ভোট। বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই লাখ ৪১ হাজার ৬১ ভোট।

দক্ষিণে নৌকার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন চার লাখ ৪৫ হাজার ৯৫ ভোট। আর বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন দুই লাখ ৬৫ হাজার ১২ ভোট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেবল উত্তর সিটিতে প্রার্থী দিয়েছিল। দলটির প্রার্থী আহাম্মদ সাজেদুল হক কাস্তে প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট।

সিটি নির্বাচনে ঢাকা উত্তরে কোনো প্রার্থী দিতে পারেনি জাতীয় পার্টি। দক্ষিণে দলটির প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন পাঁচ হাজার ৫৯৩ ভোট।

জাতীয় পার্টির মতো গণফ্রন্ট শুধু মাত্র দক্ষিণ সিটিতে প্রার্থী দেয়। দলটির প্রার্থী আব্দুস সামাদ সুজন মাছ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট।

ন্যাশনাল পিপল পার্টির উত্তরে প্রার্থী মো. আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন তিন হাজার ৮৫৩ ভোট, আর দক্ষিণের প্রার্থী মো. বাহারানে সুলতান বাহার পেয়েছেন তিন হাজার ১৫৫ ভোট।

দক্ষিণে বাংলাদেশ কংগ্রেসের মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহকে প্রার্থী দিয়ে ডাব প্রতীকে নিজেদের ঘরে তুলেছে দুই হাজার ৪২১ ভোট। দলটি শুধু দক্ষিণে প্রার্থী দিয়েছিল।

মেয়র ছাড়াও দলটি ঢাকা দক্ষিণে ২০ জন ও উত্তরে ১৮ জন কাউন্সিলর মনোনয়ন দেয়। এর মধ্যে দক্ষিণ সিটি ৬৭ নং ওয়ার্ড হাজী মো. ইব্রাহিম খলীল লাটিম প্রতীকে চার হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী দ্বিতীয় অবস্থানে থেকে নির্বাচন শেষ করেছেন।

এর আগে ২০১৫ সালের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ কমলালেবু প্রতীকে ১৮ হাজার ৫০ ভোট পান। আর ঢাকা দক্ষিণে আলহাজ্ব আবদুর রহমান ফ্লাস্ক প্রতীকে পান ১৫ হাজার ৪৭৯ ভোট।

 

ঢাকা/হাসিবুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়