ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইলিশ শিকারের দায়ে ৭ জেলের জেল-জরিমানা 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৩ অক্টোবর ২০২০  
ইলিশ শিকারের দায়ে ৭ জেলের জেল-জরিমানা 

মানিকগঞ্জে দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে ১ বছর করে কারাদণ্ড ও ৩ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর)  সকালে দৌলতপুর উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল-জরিমানা করেন।

নির্বাহী হাকিম জানান, শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ শিকারের দায় সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে ১ বছর করে কারাদণ্ড ও  ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দ করা ৬ কেজি ইলিশ স্থানীয় মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মৎস্য অধিদপ্তর, থানা পুলিশ, আনসার সদস্য  সার্বিক সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়