ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পর্তুগাল যাওয়া হলো না অঞ্জনের

টাঙ্গাইল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৬ অক্টোবর ২০২০  
পর্তুগাল যাওয়া হলো না অঞ্জনের

আগামী ৩ নভেম্বর ভারতে যাওয়ার কথা ছিলো খন্দকার অঞ্জন মাহমুদের (৪০)। সেখান থেকে ভিসা নিয়ে পর্তুগাল যাওয়ার কথা ছিলো তার।

কিন্তু তার আগেই রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বিষয়টি তার চাচা খন্দকার মোকাদ্দস আলী নিশ্চিত করেছেন।

অঞ্জন মাহমুদ টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা এলাকার খন্দকার মোসলেম উদ্দিনের ছেলে। খন্দকার অঞ্জন মাহমুদ চার বছর ধরে পর্তুগাল থাকতেন। তিনি পর্তুগালের নাগরিকত্ব লাভ করেছেন। তার এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

খন্দকার মোকাদ্দস আলী জানান, রোববার রাত ১২টার দিকে টাঙ্গাইল শহর থেকে বাসায় আসার সময় নগরজলফৈ ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহাব জানান, রাতেই খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। 

কাওছার/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়