ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৮ নভেম্বর ২০২০  
বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবার ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মির্জাপুর পৌর এলাকার কাণ্ঠালিয়া গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। 

ওই গ্রামের ভাষান মণি দাস তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। আজ বুধবার ছিল কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত হাজির হন সেখানে। 

অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করার অপরাধে কনের বাবা ভাষান মণি দাসকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয় তার কাছ থেকে।

সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

কাওছার/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়