ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে : রিজভী 

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৩ জানুয়ারি ২০২১  
আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে : রিজভী 

ক্ষমতাশীন আওয়ামীলীগ সরকারকে স্বৈরাচারী অভিহিত করে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গাজীপুরের এক অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কঠিন হতে কঠিনতর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাতের আঁধারে জনগণের ভোট চুরির মাধ্যমে ক্ষমতার চেয়ার দখল করে আওয়ামীলীগ আরেকটি বাকশালী, অগণতান্ত্রিক, স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছে। যার কারণে বিরোধীদল কিংবা জনগণ সরকারের সমালোচনা করতে পারে না। আজকে আমরা যারা বিরোধী রাজনীতি করি, তাদের বিচারবহির্ভূত হত্যা, গুম ও হয়রানিমূলক মামলার আতঙ্কে থাকতে হয়। এভাবে গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না।’

গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি জসিম উদ্দিন, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়