ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘যুদ্ধাপরাধীরা এখনো ফনা তুলে আছে’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২৩ জানুয়ারি ২০২১  
‘যুদ্ধাপরাধীরা এখনো ফনা তুলে আছে’

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের পরিবার এখনো মুক্তিযুদ্ধের চেতনার উপর ফনা তুলে আছে। সুযোগ বুঝে যেকোনো সময় ছোবল মারবে।’

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি পর্যটন মোটেলে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ‘মানবতাবিরোধী অপরাধের বিচার; তদন্তের চ্যালেঞ্জ ও সাফল্য’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। 

হাবিবুর রহমান বলেন, ‘আমরা এখনো সব যুদ্ধাপরাধীকে শনাক্ত করতে পারিনি। তবে কিছু যুদ্ধাপরাধীর ও মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যাকারীদের বিচারের মধ‌্যে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা মুক্ত হয়েছি।’ 

তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কোঅর্ডিনেটর অবসরপ্রাপ্ত আইজিপি এম সানাউল হকের সভাপতিত্বে কর্মশালায় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা বক্তব্য রাখেন।

 


 

গোপালগঞ্জ/বাদল/এসএন      

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়