ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি, যুবক আটক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি, যুবক আটক

টাঙ্গাইলে র‌্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. মিঠুন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় শহরের নিরালা মোড় থেকে আটক করা হয়। বিষয়টি র‌্যাব-১২, কোম্পানি কমান্ডার-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান রাত ১০ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। সে শহরের কলেজ পাড়া এলাকার চান মিয়ার ছেলে।

মো. এরশাদুর রহমান জানান, বিভিন্ন এলাকায় র‌্যাব ও পুলিশের পরিচয় দিয়ে ইতোপূর্বে বেশ কিছু লোকজনের কাছ থেকে মিঠুন মিয়া অনেক টাকা আত্মসাৎ করেছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় অপর আসামী শহরের থানা পাড়া এলাকার মফিজ মিয়ার ছেলে মো. তৌহিদুল ইসলাম রাতুল পলাতক রয়েছে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৬২/১৭০/৪১৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাওছার/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়