ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৬, ১৩ মে ২০২১  
সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব

নরসিংদীতে এই প্রথম সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মেহেদী রাঙা উৎসব। বৃহস্পতিবার (১৩ মে) বিকালে জেলার ফেমাস ইনস্টিটিউট মিলনায়তনে এ উৎসবটি আয়োজন করেন আলোকিত নরসিংদী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রাত পোহালেই ঈদ। আর এ ঈদে সবাই মেতে উঠে বিভিন্ন আনন্দ উৎসবে। কিন্তু বঞ্চিত থেকে যাবে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত পথশিশুরা। তাদের মনে আনন্দ দিতে নিজস্ব অর্থায়নে এ মেহেদী রাঙা উৎসবটি আয়োজন করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মামুন রাসেল । যিনি মানবসেবায় নিবেদিত একজন ব্যক্তি।

এ মেহেদী রাঙা উৎসবে শহরের বিভিন্ন এলাকার থেকে প্রায় শতাধিক অসহায় ও পথশিশুরা অংশ নেয়। আর তাদের হাতে মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেয় আলোকিত নরসিংদী সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ সময় পথশিশুরা মেহেদী রাঙায় আনন্দে উৎফুলিত হয়ে ওঠে।

ফাতেমা আক্তার (৮) নামের এক পথশিশু বলে, জীবনে এই প্রথম আমি মেহেদী পরছি। আমাকে কেউ কোনোদিন এভাবে কাছে ডেকে মমতা দিয়ে হাতে মেহেদী রাঙিয়ে দেয়নি। আজ আমার খুব আনন্দ লাগছে। এভাবে প্রতি বছর আমাকে যেন মেহেদী রাঙিয়ে দেওয়া হয়।’

আরেক পথশিশু তানিয়া (৫) বলে, ‘আমার মা-বাবা নেই। আমরা অসহায় গরিব মানুষ। প্রতি বছর ঈদসহ বিভিন্ন উৎসবে আমাদের প্রতিবেশী বাড়ির লোকজন মেহেদী হাতে দিতে দেখি। আমার কখনও চোখে দেখা ছাড়া পড়ার এ সুযোগ হয়নি। আজ রাসেল ভাইয়ার উদ্যোগে তার সংগঠনের আপুরা আমাকে মেহেদী পড়িয়ে দিলো। আমার মনে খুব খুশি লাগছে।’

মেহেদী রাঙা উৎসবে অংশ নেওয়া আলোকিত নরসিংদী সংগঠনের স্বেচ্ছাসেবী তরুণী ইভাত ইফু, মনা ভৌমিক, অর্পা ভৌমিক ও স্বর্না বলেন, প্রতি ঈদে ও আমাদের বিভিন্ন উৎসবে বাড়ির ছোট-বড় ভাই বোনদেরকে মেহেদী পড়িয়ে দিয়ে আনন্দ করে থাকি। কিন্তু আজকের দিনটি যেন মনে হচ্ছে ভিন্নতা। এখানে সুবিধাবঞ্চিত পথশিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিতে পেরে মনে হচ্ছে যেন তাদের নিয়ে এভাবে সারা বছরই উৎসবের আয়োজন করতে। এ পথশিশুরা আজ তাদের হাতে মেহেদী পড়তে পেরে যে আনন্দ পেয়েছে তা কখনো ভোলার নয়।’

আলোকিত নরসিংদী সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, এই প্রথম নরসিংদীতে পথশিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব অনুষ্ঠিত হলো। আমরাই এর যাত্রা শুধু করেছি। আশা করছি প্রতি বছর আমাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা চাই এবং চেষ্টা করছি ঈদের আনন্দ এ অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝেও ছড়িয়ে দিতে।

এইচ মাহমুদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়