ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৪ জুন ২০২১  
টাঙ্গাইলে নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫৩২ জনে।

সোমবার (১৪ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন- টাঙ্গাইল সদরে ৩৯ জন, কালিহাতীতে ২১ জন, বাসাইলে ৫ জন, সখীপুরে ৪ জন, গোপালপুরে ৩ জন, ঘাটাইলে ৩ জন, মধুপুরে ১ জন ও দেলদুয়ারে ১ জন।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। আরোগ্য লাভ করেছেন ৪ হাজার ৩২২ জন।  হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১০০ জন।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত আক্রান্ত টাঙ্গাইল সদর উপজেলায় ২ হাজার ২৬৯ জন, নাগরপুরে ১৩২ জন, দেলদুয়ারে ২৩৪ জন, সখীপুরে ২৮৩ জন, মির্জাপুরে ৭০৮ জন, বাসাইলে ১৫০ জন, কালিহাতীতে ৪৯৯ জন, ঘাটাইলে ৩৩৯ জন, মধুপুরে ২৮৯ জন, ভূঞাপুরে ২৪৭ জন, গোপালপুরে ১৯১ জন ও ধনবাড়ীতে ১৯১ জন।  অপর দিকে এ পর্যন্ত  মারা গেছেন সদর উপজেলায় ৩৭ জন, নাগরপুরে ২ জন, দেলদুয়ারে ৮ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৯ জন, বাসাইলে ৫ জন, কালিহাতীতে ৮ জন, ঘাটাইলে ১১ জন, মধুপুরে ৩ জন, ভূঞাপুরে ৩ জন, গোপালপুরে ২ জন ও ধনবাড়ীতে ৩ জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, টাঙ্গাইল সদর ও মির্জাপুরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেশি।

আবু কাওছার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়