ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জে করোনা রোগীর চাপ সামলাতে ১০ শয্যার নতুন এইচডিইউ

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১৩ জুলাই ২০২১  
কিশোরগঞ্জে করোনা রোগীর চাপ সামলাতে ১০ শয্যার নতুন এইচডিইউ

কিশোরগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। জেলার করোনা চিকিৎসার একমাত্র বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।
 
রোগীর চাপ সামলাতে ইতোমধ্যে বাড়ানো হয়েছে হাসপাতালের বেড। এছাড়া ১০ শয্যার নতুন হাই ডিফেনডেনসি ইউনিট (HDU) প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল পৌনে নয়টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো.মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ‌্যা বৃদ্ধি পাচ্ছে, তাই সার্বিক দিক বিবেচনায় আরো ১০ শয্যার নতুন হাই ডিফেনডেনসি ইউনিট প্রস্তুত করা হয়েছে।

বর্তমানে হাসপাতালের কোভিড ইউনিটে আক্রান্ত ও সন্দেহজনক মোট ১৫৮ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৯ জন আইসিইউতে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১২৫ জন আক্রান্ত, নতুন ২৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১০ জন ছাড়পত্র পেয়েছেন। এছাড়া হাসপাতালটিতে করোনা পজেটিভ একজন এবং তিনজন সন্দেহজনক কোভিড-১৯ রোগী মারা গেছেন।

এদিকে হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রের মাধ‌্যমে জানা যায়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি রয়েছে।

রুমন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়