ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রূপগঞ্জে আগুন: সিআইডি’র তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৭ জুলাই ২০২১  
রূপগঞ্জে আগুন: সিআইডি’র তদন্ত শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি।

শনিবার (১৭ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ সিআইডির তদন্ত টিম। 

ঘটনাস্থল পরিদর্শনের পর সিআইডি পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসন গণমাধ্যমকে জানান, তদন্ত দল কাজ শুরু করেছে। অগ্নিকাণ্ডে যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি দায়ি প্রমাণিত হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন— জেলা সিআইডি পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মামলার তদন্তকারী টিমের কর্মকর্তারা।

গত ৮ জুলাই সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। পরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ হাসেমসহ আট জনকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আদালতে হজির করলে দুজনকে জামিন ও ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাকিব/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়