ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পুলিশি নজরদারি এড়িয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৬ জুলাই ২০২১  
পুলিশি নজরদারি এড়িয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ

ঢাকা-আরিচা মহাসড়কের চিত্র

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ট্রাফিক পুলিশের সদস্যরা জরুরি পরিসেবার আওতাধীন যানবাহন ছাড়া কোনো যানবাহন  চলাচল করতে দিচ্ছে না।

এছাড়া এ মহাসড়কের বারবাড়িয়া থেকে পাটুরিয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার অংশে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের চেক পোস্ট রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। মহাসড়কে লকডাউন বাস্তবায়নে বাড়ানো হয়েছে নজরদারি।

তারপরও ঈদে বাড়িতে যাওয়া সাধারণ মানুষ নানা উপায়ে পুলিশের নজরদারি এড়িয়ে কর্মস্থলে ফিরছেন। গত তিনদিনের চেয়ে আজ সোমবার (২৬ জুলাই) সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কে ঢাকামুখী মানুষের ভিড় বেড়েছে। কয়েকগুণ ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেল ও পিকআপে করে গন্তব্যে ছুটছেন তারা। মহাসড়কে কোথাও চেক পোস্ট থাকলে পাঁয়ে হেঁটে চেক পোস্ট পাড়ি দিয়ে আবার কোনো যানবাহনে উঠে পড়ছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পাবনার উজ্জ্বল মিয়া বলেন, ‘স্বামী স্ত্রী দুজনেই সাভারের একটি সোয়েটার কারখানায় কাজ করি। লকডাউনে কারখানা বন্ধ থাকার কথা থাকায় ঈদের পরে আর যাইনি। তবে গতকাল থেকে কারখানা চালু হয়েছে। তাই আজ রওনা দিয়েছি। আজ কারখানায় গিয়ে হাজিরা না দিলে চাকরি চলেও যেতে পারে।’

কালাম মিয়া নামের এক ব্যক্তি বলেন, ‘আরিচা থেকে মানিকগঞ্জ আসতে তিনবার গাড়ি পরিবর্তন করতে হয়েছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ থাকায় গাড়ি চালকরা এলাকায় নামিয়ে দিয়েছে। সেখান থেকে হেঁটে বাসস্ট্যান্ড পাম্পের কাছে আসছি।’

সেন্টু মিয়া বলেন, ‘অটোরিকশায় নবীনগর জন প্রতি আড়াশো, মোটরসাইকেলে তিনশো, পিকআপে দুইশো করে নিচ্ছে। টাকা পয়সা কম থাকায় পিকআপে দুইশো টাকা দিয়ে যাচ্ছি।’

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, ঢাকা আরিচা মহাসড়কে লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যরা কাজ করছেন। জরুরি পরিষেবার আওতায় যানবাহন ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়