ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানিকগঞ্জে এবার ৫০৭টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৪ সেপ্টেম্বর ২০২১  
মানিকগঞ্জে এবার ৫০৭টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

মানিকগঞ্জে এবার ৫০৭টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। চলছে প্রতিমা তৈরির কাজ।  গত বছর ৪৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। 

মানিকগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনির্বান পাল বলেন, এসব পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে আলোচনা করা হয়েছে। 

গত বছরের চেয়ে চলতি বছরে করোনার প্রকোপ কম থাকায় মণ্ডপের সংখ্যা বেড়েছে। এসব মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যবহৃত সুতলি, বাঁশ, মাটি ও রংয়ের দাম বেড়েছে। সেই সঙ্গে গত বছরের লোকসান পুষিয়ে নিতে কারিগরেরা মজুরিও বাড়িয়েছে  । 

সরেজমিনে পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, শহরের কালীবাড়ি, কালীখোলা, শিববাড়ি, নাগবাড়ি, দাশড়া, গঙ্গাধরপট্টিসহ প্রায় সব মণ্ডপেই প্রতিমা তৈরি করে মাটি শুকানোর কাজ চলছে। প্রতিমাগুলো দ্রত শুকাতে বেশিরভাগ মণ্ডপে ফ্যানের বাতাস দেওয়া হচ্ছে। পুরোপুরি শুকানোর পর প্রতিমার গায়ে আগামী সপ্তাহে রংয়ের কাজ শুরু হবে। তবে  হাতেগোনা কয়েকটি মণ্ডপে এখনো খড়,মাটির কাজ চলছে। 

দাশড়া এলাকার প্রান্ত সরকার বলেন, গত বছর করোনার প্রকোপ বেশি থাকায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিমা তৈরির কারিগরদেরও তেমন মজুরি দেওয়া সম্ভব হয়নি । এ বছর করোনা থাকলেও প্রকোপ কিছুটা কম থাকায় গত বছরের চেয়ে মণ্ডপের সংখ্যা বেড়েছে। ফলে প্রতিমা তৈরির কারিগরদের চাহিদা বেড়েছে। কারিগরদের চাহিদা বাড়ায় তারাও গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি করতে একটু বেশি টাকায় চুক্তি করছে। 

কালীখোলা এলাকার রাজেশ ঘোষ বলেন, গত বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে। 

কারিগর রবীন্দ্রনাথ ঘোষ বলেন, প্রতি বছর প্রতিমা তৈরি করে যা আয় হয় তা সংসারের কাজে খরচ করি। তবে গত বছর করোনার কারনে দক্ষিণা কম উঠায় প্রাপ্য অনুয়ায়ী মজুরি পাইনি। তবে এবার পরিস্থিতি ভালো থাকায় ভালো মজুরির আশা করছি। 

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, দুর্গাপূজায় বরাদ্দকৃত চাল দিতে মণ্ডপের তালিকা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এসব মণ্ডপে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে। 

জাহিদুল হক চন্দন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়