ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইলিশ শিকারের সময় বজ্রপাতে ৩ জেলের মুত্যু

শরীয়তপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১০ অক্টোবর ২০২১  
ইলিশ শিকারের সময় বজ্রপাতে ৩ জেলের মুত্যু

শরীয়তপুর ভেদরগঞ্জের পদ্মা নদীতে ইলিশ  শিকার করতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর এক জেলে।

রোববার (১০ অক্টেবর) ভোর ৫ টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ইউনিয়নের রশিদ দেওয়ান কান্দি গ্রামের মহিউদ্দিন (২৬), আল আমিন (৩৬) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। 

স্থানীয় সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রোববার ভোরে মাঝের চরের পদ্মা নদীতে একটি ইলিশ শিকারে যান সাত জেলে। এ সময় তাদের বহনকারী নৌকার ওপর বজ্রপাত হয়। এতে তিন জেলে ঘটনাস্থলেই মারা যান।  আহত হন সাগর প্রধানিয়া নামে অপর এক জেলে। অন্য জেলেরা নদীতে লাফিয়ে পড়ে সাতরে তীরে আসেন।  

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস সরকার জানান, বজ্রপাতে নিহত তিন জেলেকে পারিবারিক ভাবে দাফন করা হয়েছে। আর আহত জেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা নদীতে ইলিশ শিকার করছিলেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসিফ বলেন, পদ্মা নদীতে ভোরর দিকে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে একটি নৌকায় থাকা তিন জেলে নিহত হয়েছেন। ওই জেলেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত জেলের চিকিৎসা চলছে। আমরা পরিবারগুলোকে সহায়তা করার চেষ্টা করব।

ইমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়