ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

 গোপালগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২২ অক্টোবর ২০২১  
 গোপালগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’- প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সড়ক ও জনপথ বিভাগ এ কর্মসূচি পালন করে।

শুক্রবার (২২ অক্টোবর) জেলায় সতর্কীকরণ ব্যানার ফেস্টুন টাঙানো এবং জনসচেতনতায় মাইকিং করা ছাড়াও শিল্পকলা একাডেমিতে যানবাহন চালকদের নিয়ে আলোচনা সভা করেছে বিআরটিএ। 

গোপালগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক লাইলাতুল মাওয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

গোপালগঞ্জ সড়ক বিভাগ জেলার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে সতর্কীকরণ ব্যানার ফেস্টুন টাঙানোসহ মাইকিং করে নিরাপদে সড়কে চলাচল করতে গতিসীমা মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানান। 

বাদল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়