ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেদে পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২৪ অক্টোবর ২০২১  
বেদে পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নরসিংদীতে সুবিধা বঞ্চিত বেদে পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সকল শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘আলোকিত নরসিংদী’ নামে একটি সামাজিক সংগঠন।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে নরসিংদীর নাগরিয়াকান্দি বেদে পল্লীতে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় শিশুরা নতুন বই ও শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠে।

জানা যায়, নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে নাগরিয়াকান্দি এলাকায় খোলা মাঠে তাঁবু বেধে ১৫টি বেদে পরিবার বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। এ সকল পরিবারের রয়েছে বিভিন্ন বয়সের প্রায় ৩০ জন শিশু। উক্ত পরিবারগুলো ভাসমান অবস্থায় থাকায় তাদের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। এসকল শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণে ‘আলোকিত নরসিংদীর’ এ উদ্যোগ।

আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল জানান, সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ ভাগ করে নিতে আলোকিত নরসিংদী শহরের সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে থাকে। এই ধারাবাহিকতায় বেদে পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মাহমুদ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়