ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় আহত ৫

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ১০ জানুয়ারি ২০২২  
মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় আহত ৫

মাদারীপুর সদর উপজেলার ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে হামলায় আহত হয়েছেন ৫জন। আহতদের রবিবার রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার করদী এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহন করছেন খলিল
দর্জি এবং বাবুল আখতার। রবিবার রাতে খলিল দর্জি সমর্থকরা ইউনিয়নের করদী এলাকায় প্রচার প্রচারণা করছিল। এসময় প্রতিপক্ষ বাবুল আখতারের লোকজন দলবদ্ধ হয়ে খলিল দর্জির সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলায় সদর উপজেলার করদী গ্রামের রব ভুইয়ার ছেলে ইকবাল ভুইয়া, হারুন ভুইয়ার ছেলে জলিল ভুইয়া এবং শাজাহান ভুইয়ার ছেলে নুর আলম ভুইয়াসহ
৫জন আহত হয়।

আহত জলিল ভুইয়া বলেন, আমরা মিছিল করে আসতেছি এসময় ১৪-১৫টি মটরসাইকেল নিয়ে এসে আমাদের উপর উঠিয়ে দেয়। এরপর আমাদের হামলা করে কুপিয়ে ও হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আমরা এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

বেলাল রিজভী/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়